কিন্তু আদ জাতি এত অধিক নেয়ামতের শোকরিয়া আদায় করলো না। তারা সেই তুফানের কাহিনি ভুলে গেলো, যেই কাহিনি তারা তাদের পিতৃপুরুষদের কাছ থেকে শুনেছিল ও যার চিহ্ন তারা জমিনে দখেছিল। তারা (এটাও) ভুলে গেল (যে), আল্লাহ তায়াল কেন নূহ জাতির প্রতি তুফান প্রেরণ করেছিলেন। ফলে তারা মুর্তিপূজা শুরু করে দিলো, যেভাবে নূহ জাতি মুর্তিপূজা করতো আর তারা নিজ হাতেই পাথর খোদাই করে মুর্তি তৈরি করতো ,অতপর সেগুলোক সিজদা করতো ও সেগুলোর ইবাদত করতো। তাদের প্রয়োজন সমূহ সেই মুর্তিগুলোর কাছে প্রার্থনা করতো অতপর