ছাত্রছাত্রীদের জন্য 6 টি জনপ্রিয় কাজ - part time job


এটা অনেক ছাত্রকে করতে হয় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য। 


আবার অনেক ছাত্রর আর্থিক অবস্থা খারাপ না হওয়া সত্ত্বেও  কাজ করতে চাই। 


সে যে অবস্থায় হোক না কেন অর্থের প্রয়োজন সকলেরই আছে। 



যদি আপনি ছাত্র হন এবং Part time বা Full Time চাকরি বা কোন কাজ করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। 



অনেক ছাত্র আছে যারা ইন্টারনেটে search করে পার্ট টাইম চাকরির জন্য।
 কিভাবে অনলাইনে আয় করা যায় ? যদি আপনি অনলাইন ইন্টারনেটে কাজ করতে চান তাহলে বর্তমানে অনেক ধরনের কাজ করতে পারেন 



যেখান থেকে পার্ট টাইম হিসেবে শুরু করে full time আয়ের উৎস হিসেবে নিতে পারবেন। 
যেখান থেকে একজন কলেজ ছাত্র পড়াশোনার পাশাপাশি এই কাজ করতে পারেন। 



আজকের এই পোস্টে কলেজ ছাত্রদের জন্য অনলাইনে অর্থ উপার্জন করার সহজ উপায় গুলো নিয়ে আলোচনা করা হবে।



এখানে কেবল কলেজ বা স্কুল ছাত্ররাই নয় যেকেও এই পেশা গুলোতে আসতে পারেন। 
আজকের পোস্টে যে কাজ গুলোর কথা বলা হচ্ছে সে গুলো part time হিসেবে করা যায় আবার Full timeও করতে পারেন। 



তাই এই পোস্টটি কেবল কলেজ Student দের জন্যই নয়, এটি সকল মানুষের জন্য। যারা ছাত্র, চাকরিজীবী বা কর্মপ্রার্থী সকলেই করতে পারেন। এই পেশা serious নিতে পারলে, বেশি সময় দিতে পারলে এই কাজ গুলো থেকে অনেক টাকা আয় করতে পারেন। 


এইগুলো থেকে অনলাইনে ইন্টারনেটে অনেকেই অনেক টাকা আয় করছে।



যারা ছাত্র কিন্তু পড়াশোনার জন্য টাকা যোগাড় করতে পারছে না তারা পড়াশোনার পাশাপাশি কিছু সময় দিয়ে বেশ ভালোই অর্থ উপার্জন করতে পারে। 



তাই এই আর্টিকলটি তাদের জন্যই হতে যাচ্ছে। কেবল বেশি পড়াশোনা জানা ছেলেমেয়েরা নয় যারা পড়াশোনাই খুব ভালো নয় কিন্তু তার অন্য কোন কাজে দক্ষতা আছে তাহলে সে এই কাজ গুলোর মধ্যে একটি বাছাই করে নামতে পারেন। 



তাহলে চলুন অনলাইনে টাকা আয় করার উপায় গুলো নিয়ে আলোচনা করা যাক।



কিভাবে ইন্টারনেটে অনলাইন আয় করবেন – How to earn money from internet online


বর্তমানে ইন্টারনেটে টাকা আয় করার অনেক মাধ্যম দেখতে পাই। যারা যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে দক্ষতা দেখিয়ে আয় করতে পারে।


 অনলাইনে বেশিরভাগ কাজে আয় করার জন্য নিয়মিত কাজ করলে আয় করতে ৬ মাস থেকে ১ বছর অপেক্ষা করতে হবে। অনলাইনে ইন্টারনেটে আয় করতে চাইলে ধৈর্য্য ধরতেই হবে। 


1. ব্লগিং ( Blogging ): কিভাবে ব্লগ তৈরি করে আয় করবেন ?



বর্তমানে ইন্টারনেট থেকে আয় করার জনপ্রিয় মাধ্যম গুলোর মধ্যে ব্লগিং অন্যতম। অনলাইন ইন্টারনেটে সর্বোচ্চ আয় করা ব‍্যক্তিদের কথা বলতে ব্লগারদেরই নাম পাবেন। 



এরপর Youtube বা অন্য মাধ্যম গুলো আসতে পারে। একজন ব্লগার মাসে কয়েক কোটি টাকা আয় করে এমন ব্লগারও আছে। তবে তারা ইংরেজিতে ব্লগিং করে এবং ব্লগিং ফিল্ডে খুবই জনপ্রিয়।


 আমার কথা বিশ্বাস না হলে Google এ সার্চ দিয়ে দেখতে পারেন।


একটা ব্লগ তৈরি করার পর নিয়মিত Article লিখে পাবলিশ করতে হবে। প্রতি সপ্তাহে 4 থেকে 5 টি আর্টিকল publish করতে পারলে ভালো হয়। সেটা না করতে পারলে 3 টি আর্টিকেল publish করতে হবে। 


ছয় মাস নিয়মিত এমন করতে থাকলে ফল বুঝতে পারবেন। 


তারপর আপনার ব্লগে কিছু ভিজিটর আসা শুরু করবে। আপনার ব্লগে যতবেশি ভিজিটর আসবে আপনার ব্লগের আয়ও বাড়বে। 


ব্লগ থেকে আয় করার আগে ব্লগ তৈরী করার পর আরও কিছু কাজ আপনাকে করতে হবে। নিচে এই বিষয় গুলো নিয়ে বলা হল।


Niche ( নিশ ) বা Topic নির্বাচন: এটি ব্লগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন বিষয় নিয়ে ব্লগ তৈরি করবেন তা আপনাকে নির্বাচন করতে হবে। আপনার যে বিষয়ে দখল আছে সেই বিষয়ে ব্লগ তৈরি করলে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। 


তবে এটাও দেখতে হবে আপনি যে বিষয়ে ব্লগিং করবেন সেই বিষয়ে সার্চ হয় কি না। তাই ইন্টারনেটে চাহিদা অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে। তবে শিক্ষা মূলক ভালো বিষয় নির্বাচন করে ব্লগিং করবেন। 


ডিজাইন: ব্লগের ডিজাইন করতে হবে। ব্লগের simple design করতে হবে। বেশি colourful ডিজাইন করবেন না। এতে ব্লগ content পড়তে অসুবিধা হবে। তাই ব্লগের ডিজাইন eye catching করতে হবে। ব্লগের ডিজাইন করার জন্য যে ব্লগ গুলো জনপ্রিয় সেই ব্লগের ডিজাইন দেখতে পাবেন।


 ব্লগের ডিজাইন করার আগে ব্লগে কয়েকটি আর্টিকেল পাবলিশ করতে হবে। তবেই ব্লগের ডিজাইন সঠিক ভাবে করতে পারবেন। এরপর নিয়মিত আর্টিকেল প্রকাশ করতে হবে। 


এসইও: এখানে একটি কথা বলা হয়নি যা একজন ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহল প্রত‍্যেক আর্টিকল SEO করতে হবে। 


প্রত‍্যেক পোস্টে Search engine optimization বা SEO না করলে আপনি ব্লগে সফল হতে পারবেন না। ব্লগের জন্য প্রত‍্যেক আর্টিকেল 1000 শব্দের বেশি লেখার চেষ্টা করতে হবে। যত বড় বা বিস্তারিত লিখতে পারবেন তত ভালো। 


এতে Keyword বেশি রাখতে পারবেন। তাই সার্চ ইঞ্জিনে আপনার লেখা প্রথম পেজে আসার সম্ভাবনা থাকবে, পোস্ট তাড়াতাড়ি rank করবে। 


ব্লগ থেকে আয়ের উৎস গুলি কি ?
ব্লগ তৈরি করলেন, ডিজাইন করা হল na, ব্লগে অনিয়মিত পোষ্ট publish করার পর এবার ব্লগ থেকে কিভাবে আয় করবেন এই নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে নিশ্চয় ।বেশ কিছু উপায় আছে যা থেকে ব্লগে আয় করা যায়। 


Affiliate marketing ( এফিলিয়েট মার্কেটিং ): আপনার ব্লগে এফিলিয়েট link দিয়ে আয় করতে পারেন। Amazon বা Flipkart এর প্রোডাক্টের আরমদিজ  লিঙ্ক ব্লগ পোস্টে লাগিয়ে আয় করা যায়। তার আগে Amazon বা Flipkart associate এ Account create করতে হবে। তারপর এই কোম্পানির প্রোডাক্টের লিঙ্ক ব্লগে লাগাতে হবে। 


আপনার ব্লগের ভিজিটররা কেউ এই লিঙ্ক থেকে প্রোডাক্ট কিনলে আপনি  র ব্লগ জনপ্রিয় হওয়ার পর অনেক স্থানীয় ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান আপনার ব্লগে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য বলতে পারে তখন আপনার ব্লগে তাদের বিজ্ঞাপন 


এগুলো ছাড়াও অনেক উপায় আছে ব্লগ থেকে আয় করার।